ফোনে গোপনে কী কী সার্চ করছেন তা ফাঁস করবে Facebook! রইল বন্ধ করার উপায়


 Facebook Link History: সম্প্রতি ফেসবুকে (Facebook) একটি নতুন ফিচার চালু হয়েছে এতে আপনি আপনার ফোনে গোপনে কি সার্চ করছেন তার প্রমাণ থেকে যাবে। নতুন চালু হওয়া এই ফিচারটির নাম হলো Link History সেটিং। এই ফিচারের মূল কাজ হল গত ৩০ দিনে ফোন ব্যবহারকারী যে সমস্ত ওয়েবসাইট পরিদর্শন করেছেন তার হিসেব রাখবে।


iOS এবং Android উভয় ফোনে এই ফিচারটি রয়েছে। এরা ডিফল্ট হিসেবে চালু করা হলেও কোনো ব্যবহার করি চাইলে এটি নিজের ইচ্ছে মত বন্ধ করতে পারে। যারা ফেসবুক (Facebook) ব্যবহার করে তারা একটি ইন-অ্যাপ পপ-আপ-এর মাধ্যমে এই বিশেষ ফিচার সম্পর্কে অবগত হতে পারবে। আর এখানে সেটিংসটি পরিবর্তন বা বন্ধ করার সুযোগ পাবেন সবাই।


এই Link History Facebook সাপোর্ট পেজ-এ চালু করা হয়েছে। এটির মূল কাজ হল ফেসবুক ব্যবহারকারী তার ব্রাউজারে কোন কোন ওয়েবসাইট গুলি ভিজিট করছে তার তালিকা প্রস্তুত করা। তবে ফেসবুকের তরফ থেকে এটা জানানো হয়েছে যে এই সেটিং মেসেঞ্জারের চ্যাটে দেখানো লিংকগুলি অ্যাড করবে না। এ ব্যাপারে পেজ থেকে বলা হয়েছে, “আপনি যেকোনও সময় Link History চালু করতে বা বন্ধ করতে পারেন। যখন এটি চালু থাকে, তখন Facebook-এর ভিতরে ট্যাপ করা যেকোনও লিঙ্ক ৩০ দিনের জন্য সংরক্ষণ করা হবে।”

Post a Comment

0 Comments

Close Menu